স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চিকন ছড়া এডিসি ভিলেজ এলাকায় সোহেল মিয়ার বাড়িতে রাবারের সিট চুরি করার সময় হাতেনাতে ধরে পড়ল দুই চোর। দুই চোরের নাম মাইকেল দেববর্মা এবং মামন দেববর্মা।
তবে পালিয়ে যায় চন্ডী দেববর্মা নামে অপর এক চোর। তাদের আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ এই তিন চোর দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল, মোরগ এবং রাবার সিট চুরি করে চলেছে।
এদিন সকালবেলা তাদের এলাকাবাসী হাতেনাতে আটক করে রাস্তার পাশে খুঁটিতে বেঁধে রাখে। তারপর তাদের উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। তাদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে তারা। লাগাতার এলাকায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। পুলিশ প্রশাসন যাতে অভিযুক্ত চোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার জন্য দাবি তুলে এলাকাবাসী। অভিযুক্ত চোরদের বাড়ি পার্শ্ববর্তী চন্ডী ঠাকুর পাড়া এলাকায়। তাদের ঘর থেকে চুরি যাওয়া রাবার সিট উদ্ধার করে এলাকাবাসী বলে অভিযোগ।