Friday, January 17, 2025
বাড়িরাজ্যপ্রতারণার শিকার শিক্ষিকা, পাঁচ দিনে আস্থা হারালেন পুলিশের উপর

প্রতারণার শিকার শিক্ষিকা, পাঁচ দিনে আস্থা হারালেন পুলিশের উপর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাজ্যে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তদন্তে নেমে বেআব্রু প্রশাসন। এবার অভিযোগ এক শিক্ষিকার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে গেলেন প্রতারকের দল।

 ধাপে এই টাকা শিক্ষিকার একাউন্ট থেকে গায়েব করে নেয় প্রতারকের দল বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় ঝুমা চক্রবর্তী নামে শিক্ষকার ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৯৯ হাজার টাকা উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর। শিক্ষিকা জানান এদিন তার মোবাইলে ফোন করে ব্যাংক থেকে জানানো হয় চারবার টাকা তোলা হয়েছে।

তারপর শিক্ষিকা বিষয়টি অবগত নয় বলে জানালে ব্যাংক কর্তৃপক্ষ জানান একাউন্টে ব্লক করার জন্য। সে অনুযায়ী শিক্ষিকা একাউন্ট ব্লক করে নেন। তারপর এটিএম এ গিয়ে ব্যাংক একাউন্টের পাসবুক আপডেট করে দেখতে পায় একাউন্ট থেকে ৪ বার টাকা কেটে নিয়েছে। এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ, পশ্চিম থানার পুলিশ ও সাইবার ক্রাইমকে বিষয়টি জানান শিক্ষিকা। কিন্তু পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সন্ধান পায়নি লক্ষাধিক টাকা সহ প্রতারক চক্রের। রাজ্যে সাইবার ক্রাইম বেঞ্চ থাকলেও সেটা এক প্রকার ভাবে নিষ্ক্রিয় বলা চলে। পর্যাপ্ত পরিমাণে কর্মী থাকলেও এখন পর্যন্ত কোন সুফল অর্জন করতে দেখা যায়নি বলেই চলে। এতে প্রতারণার শিকার হয়ে মানুষ ক্রমশ আস্থা হারাচ্ছে সাইবার ক্রাইম ব্রাঞ্চের উপর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য