স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : করোনা সংক্রমণ ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। কিন্তু মৃত্যু অব্যাহত রয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে আরো ৪ জনের। সংক্রমণ রুখতে রাজ্য সরকার যেসব বিধি নিষেধ জারি করেছে, তাতে সফল্য আসছে।
সংক্রমণ একলাফে চার অঙ্কে পোঁছে যায় গত কয়েক সপ্তাহ আগে। কিন্তু সরকারি নির্দেশিকা কঠোর ভাবে বলবৎ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে অভিমত বিশেষজ্ঞ মহলের। রাজ্যে নতুন করে সংক্রমিত হয় ২৬২ জন, নমুনা পরীক্ষা হয় ৩৯৯১ জনের। পশ্চিম জেলা সংক্রমিত ৭৮ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৬ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত ২ জন, গোমতি জেলায় সংক্রমিত ১৯ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ৪২ জন, ঊনকোটি জেলায় ৩৯ জন, ধলাই জেলায় সংক্রমিত ৩৫ জন, উত্তর জেলায় সংক্রমিত ৪১ জন। রাজ্যে বর্তমানে সংক্রমিত ৭৭৪৫ জন। সংক্রমণের হার ৬.৫৬ শতাংশ। তবে সংক্রমণ পরীক্ষা অনেকটাই নিম্নমুখী ছিল। সুতরাং তাই সংক্রমণ সনাক্ত অনেকটাই কম।