ক্রীড়া প্রতিনিধি।। প্রীতি ক্রিকেটে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব জয়ে ফিরেছে। নেতাজির জন্মজয়ন্তী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ম্যাচে সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি ৩৭ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। পুণ্য দিনে রবিবার এই ম্যাচের আয়োজক ছিল একাধিক দপ্তরে কর্মরত স্টাফদের সম্মিলিত দল ‘ড্রিম একাদশ’। ভোলাগিরি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এবং আয়োজক ‘ড্রিম একাদশে’র পক্ষ থেকেও সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকদের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। শুরুতে টস জিতে ড্রিম একাদশ-এর অধিনায়ক সুমন আচার্য প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
সীমিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে জেআরসি ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাপন দাস ৪টি ওভার বাউন্ডারি এবং ১টি বাউন্ডারি হাঁকিয়ে সর্বাধিক ৩৭ রান সংগ্রহ করে বেশ নজর কেড়েছে। এছাড়া, তাপস দেবের ৩২ এবং মেঘধন দেবের ২৪ রান উল্লেখযোগ্য। বিশ্বজিৎ দেবনাথের অপরাজিত ১৭ রানও জেআরসি-র বড় রানে বিশেষ ভূমিকা রেখেছে। ড্রিম একাদশের প্রাণজিৎ ৪টি এবং অভিজিৎ সাহা ও সুমিত দাস প্রত্যেকে দুটি করে উইকেট তুলে নিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ড্রিম একাদশ ১৭.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রোহন সাহা সর্বাধিক ২১ রান সংগ্রহ করে। জেআরসি-র অনির্বাণ দেব ৩০ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করে সেরা বোলারের পুরস্কার পেয়েছেন। এছাড়া, অধিনায়ক অভিষেক দে, বিশ্বজিৎ দেবনাথ ও বাপন দাস প্রত্যেকে দুইটি করে উইকেট পেয়েছেন। সেরা ব্যাটসম্যান ও ম্যাচের সেরা হয়েছেন বাপন দাস। এছাড়া, সুব্রত দেবনাথ, দিব্যেন্দু দে, প্রসেনজিৎ সাহা, মৃদুল চক্রবর্তী, কৌশিক সমাজপতিও দুর্দান্ত খেলেছেন। ম্যাচ চলাকালীন সময়ে সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি তথা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তী আয়োজকদের ভূয়সী প্রশংসা করে উৎসাহ যুগিয়েছেন, তেমনি খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত জেআরসি-র প্রেসিডেন্ট তথা টিএসজেসি-র সচিব সুপ্রভাত দেবনাথ, জেআরসি সম্পাদক অভিষেক দে, ড্রিম একাদশের পক্ষে সুমন আচার্য প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেআরসি-র সচিব অভিষেক দে এধরনের প্রীতি ম্যাচ নিয়মিত জারি রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।