স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। তাই বুধবার রাজধানীতে ঐতিহাসিক পদযাত্রা সংগঠিত করা হয়। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই দিনটিকে সামনে রেখে পর্যটন দপ্তরের উদ্যোগে এইদিন রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে এক পদযাত্রা সংগঠিত করা হয়।
ঐতিহাসিক এই পদ যাত্রার উদ্বোধন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ইউ.কে চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এই দিনের এই ঐতিহাসিক পদ যাত্রাটি উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে হেরিটেজ পার্কে গিয়ে শেষ হয়। পদ যাত্রায় জাতি জনজাতি সকল অংসের লোকজন সামিল হয়। এক সাক্ষাৎকারে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান সমগ্র বিশ্বে পর্যটন দিবস পালন করা হচ্ছে। রাজ্যেও দুইদিন ব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বর্তমান সরকার পর্যটন বান্ধব সরকার। পর্যটন বিগত দিনে যে জায়গায় ছিল বর্তমানে সেই জায়গায় নেই। পর্যটনকে এগিয়ে নিয়ে জেতে হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। রাজ্যের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য পর্যটনের একটা বিশেষ ভুমিকা রয়েছে। পর্যটনকে আরও শক্তিশালী করে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য প্রয়াস চালানো হচ্ছে। পর্যটনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় বলেও দাবি করেন তিনি।