স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : সম্প্রীতি প্রাক্তন মুখিয়ার ডানা ছাঁটাইয়ের পর রাজ্য মহিলা কমিশনারের নয়া চেয়ারম্যান হয়েছেন ঝর্না দেববর্মা। বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। বুধবার মহিলা কমিশনের কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ঝর্না দেববর্মা রাজ্য মহিলা কমিশনের বিদায়ী চেয়ারম্যান বর্ণালী গোস্বামীর স্থলাভিষিক্ত হয়েছেন।
এইদিন মহিলা কমিশনের কার্যালয়ে নয়া চেয়ারম্যান ঝর্না দেববর্মাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী চেয়ারম্যান। এইদিন প্রথমে বিদায়ী চেয়ারম্যান বর্ণালী গোস্বামী সহ মহিলা কমিশনের অন্যান্য সদস্যা ও কর্মীরা নয়া চেয়ারম্যান ঝর্না দেববর্মাকে উত্তরীয় পরিয়ে দিয়ে স্বাগত জানান। পাশাপাশি নয়া চেয়ারম্যান ঝর্না দেববর্মা উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধনা জানান বিদায়ী চেয়ারম্যান বর্ণালী গোস্বামীকে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝর্না দেববর্মা জানান উনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করবেন। দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারলে তিনি নিজেও সন্তুষ্ট হবেন। ওনাকে এই দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।