স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : লোকসভা নির্বাচনের আগে জনজাতিদের মধ্যে আঞ্চলিক দলের মোহ ভাঙতে শুরু হয়েছে। প্রতিদিন চলছে যোগদান শিবির। পাল্লা ভারী হচ্ছে জাতীয় দলগুলির। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় এক যোগদান শিবির।
এদিন ২৩ জন ভোটার তিপ্রা মথা এবং আই পি এফ টি সহ অন্যান্য আঞ্চলিক দলগুলি থেকে যোগদান করে পদ্ম শিবিরে। উপস্থিত প্রদেশ বিজেপির সহ- সভাপতি তাপস ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করে। এটা রাজ্যের মানুষ আজকে ভালো ভাবে উপলব্ধি করতে পারছেন। জনজাতি ক্ষেত্রেও বিশারল পরিবর্তন ঘটতে চলেছে। এদিন টাকারজলা বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথা ও আই পি এফ টিতে ভাঙন ধরায় বিজেপি। দুই দলের ৭ পরিবারের ২৩ জন ভোটার বিজেপিতে শামিল হন।
তাদের মধ্যে রয়েছেন আই পি এফ টির মহিলা সংগঠনের সাংগঠনিক সম্পাদকও। তাদের বিজেপিতে বরণ করে নেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপি রাজ্য সম্পাদক জসীম উদ্দীন, বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ কমিটির সহ-সভাপতি মঙ্গল দেববর্মা সহ অন্যরা। উপস্থিত নেতৃত্বগণ আরো জানান এ ধরনের যোগদান আগামী দিনে অব্যাহত থাকবে। মানুষ উন্নয়নের স্বার্থে প্রতিদিন পদ্ম শিবিরে যোগদান করছে।