স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : বেসরকারি ব্যাংকের অস্বাভাবিক কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিল ব্যাংক কর্মী বলে অভিযোগ। এক্সিস ব্যাংকের কর্মরত ছিল মৃত ব্যাংক কর্মী কৌশিক দেবনাথ। বয়স ২৬। জানা যায়, সোমবার রাত প্রায় নয়টা পর্যন্ত মনতলা বাজার থেকে ঘরে গিয়ে দরজা বন্ধ করে নেয়।
দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সকলের সন্দেহ হয়। তারপর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে তার ঝুলন্ত মৃতদেহ। সাথে সাথে পরিবারের লোকজনেরা মৃতদেহটি নামিয়ে নেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ কৌশিককে নিয়ে যায় জেলা হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কৌশিকের কাকা দুলাল দেবনাথ জানান অ্যাক্সিস ব্যাংকের অতিরিক্ত কাজের চাপে সে সহ্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছে। প্রায় দিন রাতেই নাকি আসতে আসতে দশটা থেকে এগারোটা বেজে যেত। মাঝে একবার অসুস্থ হয়ে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।