স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে গাছ ফেলে পথ অবরোধ ভুক্ত ভোগীদের। প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধের পর পানিসাগরের পূর্ও দপ্তরের এস ডি ওর আশ্বাসে অবরোধ মুক্ত।সোমবার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের লোকজন পথ অবরোধ করেন।
আনন্দবাজার থেকে তিলথৈ ,পানিসাগর, ধর্মনগর ,দামছড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগকারী রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসী। রাস্তার দুই দিকে শত শত যানবাহন দাঁড়িয়ে পড়ে। অভিযোগ দীর্ঘদিন যাবত এই রাস্তাটির বেহাল অবস্থা। বিভিন্ন সময়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এই রাস্তাটির সংস্কারের জন্য দাবি নিয়ে গ্রামবাসী দেখা করলেও শুধুমাত্র আশ্বাস ছাড়া এখন পর্যন্ত তাদের কিছুই জোটেনি। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন পানিসাগর পুর্ত দপ্তরের এসডিও অমল দাস। তিনি আশ্বাস দেন দুর্গাপূজার আগে এই রাস্তার সংস্কার করা হবে। এই আশ্বাস পাওয়ার পর গ্রামবাসী অবরোধ মুক্ত করে রাস্তা।