স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : মঙ্গলবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন করা হয়। রাজধানীর ড্রপ গেট স্থিত বিদ্যাসাগরের মর্মর মূর্তির সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর শম্পা চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যী সহ অন্যান্য আধিকারিক।
মেয়র দীপক মজুমদার আয়োজিতের অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন। সমাজকে সঠিক দিশা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এবং বহু প্রবন্ধ লিখে গেছেন। এগুলি সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করতে হবে। তাহলে সমাজ সঠিক দিশায় এগিয়ে যাবে এবং দেশ এবং রাজ্যের উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। তিনি আরো বলেন যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব এবং পন্ডিত, মনি, ঋষিরা সমাজ সংস্কারক ছিলেন তাদের সঠিক সাম্মান দিয়ে বর্তমান সরকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছে। সরকারের মূল লক্ষ্য হলো তাঁদের চিন্তাধারা এবং ইতিহাস সমাজের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়ার। এদিন আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এ কথাই বললেন মেয়র দীপক মজুমদার।