Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ মাশুল প্রত্যাহার করা, আগরতলায় সম্পদ কর আদায় স্থগিতের দাবিতে বামেদের মিছিল

বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করা, আগরতলায় সম্পদ কর আদায় স্থগিতের দাবিতে বামেদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করা, আগরতলায় সম্পদ কর আদায় স্থগিত রেখে নতুন করে পরিমাপ করার দাবিতে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলা শহরে এক মিছিল সংঘটিত করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ তথা সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন সংসদ শংকর প্রসাদ দত্ত বলেন, বর্তমান সরকার মানুষের কথা না ভেবে বিভিন্ন কায়দা করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে এবং মারাত্মকভাবে আগরতলা পুর নিগম এলাকায় সম্পদ কর বৃদ্ধি করেছে। এবং ১০ থেকে ১২ গুন সম্পদ কর বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। গরিব এবং মধ্যবিত্তাংশের মানুষের উপর চাপ সৃষ্টি করতে এভাবে মূল্যবৃদ্ধি করেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন সারা দেশের মতো এবার ত্রিপুরাতেও এ সরকার মানুষের উপর এ ধরনের বোঝা চাপানোর কাজ করে চলছে। কিন্তু এ সরকার মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এর প্রতিবাদ জানিয়ে আজকে মিছিল সংগঠিত করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার এবং সম্পদ বৃদ্ধি স্থগিত রাখার দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য