স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : অন্যান্য বছরের মত এবারো শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রাজ্যের প্রথম সারির প্রভাতী দৈনিক খবরের কাগজ স্যন্দন পত্রিকা। আগামী ৩ নভেম্বর আগরতলা টাউন হলে স্যন্দন পত্রিকা আয়োজিত এই শারদ সম্মান অনুষ্ঠান হবে। সোমবার আগরতলা প্রেসক্লাবের এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির ডিরেক্টর অভিষেক দে।
শারদ সম্মান অনুষ্ঠানে প্রতি বছরই আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়ে থাকে বলে জানান ডিরেক্টর অভিষেক দে। তিনি আরো বলেন রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে আরো বেশি পরিমাণে প্রচারের আলোতে নিয়ে যাওয়া হবে এই শারদ সম্মান অনুষ্ঠানের মধ্য দিয়ে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে সমস্ত ক্লাব সারা বছর বিভিন্ন প্রচার কিংবা সচেতনতামূলক কর্মসূচি করে থাকে সেই সমস্ত ক্লাবগুলোকে বাছাই করে তাদের মধ্যে সেরা ক্লাবকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। ফর্ম দেওয়া হবে বিনামূল্য। যা সংগ্রহ করতে হবে স্যন্দন পত্রিকা কার্যালয় থেকে। ১৭ অক্টোবরের মধ্যে এই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভির ক্রীড়া সম্পাদক সরজু চক্রবর্তী।