Sunday, September 8, 2024
বাড়িরাজ্যশিক্ষা ভবনে বিক্ষোভ এ আই ডি এস ও -র

শিক্ষা ভবনে বিক্ষোভ এ আই ডি এস ও -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলিতে চলছে ছাত্র বিরোধী সিদ্ধান্ত। সরকারকে এই সিদ্ধান্তগুলি প্রত্যাহার করে ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবিতে সোমবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে অল ইন্ডিয়া ডি এস ও। ডেপুটেশনের আগে এই দিন শিক্ষা ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায়।

 অল ইন্ডিয়া ডিএসও রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার জানান, বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলিতে অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে, মহারাজা বীর বিক্রম কলেজেও বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। শিক্ষা বেসরকারিকরণ এবং বাণিজ্যিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। কারণ সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও নিশ্চয়তা দিতে ঠেলে দিয়েছে। অত্যাধিক ফি দাবি করছে স্কুলগুলি। ফলে মেধা থাকার পরও ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। সরকার যদি অবিলম্বে ছাত্র স্বার্থ বিরোধী সিদ্ধান্ত থেকে বের হয়ে না আসে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন মৃদুল কান্তি সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য