Thursday, January 16, 2025
বাড়িরাজ্যআচ্ছে দিনের কটাক্ষ করল প্রদেশ কংগ্রেস

আচ্ছে দিনের কটাক্ষ করল প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : আচ্ছে দিনের পরিবর্তে মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না। মানুষের নাভিশ্বাস উঠেছে। লাগামহীন ভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। কোন ভ্রুক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারের। তারা প্রচারে ব্যস্ত। এই সরকারের ভাবশিশ্যরাই রাজ্যে সরকার চালাচ্ছে। বাজেটে নতুন কর চাপানো হবে না বলে স্পষ্ট করে জানানো হয়েছিল।

কিন্তু সম্প্রীতি তুঘলকি ফরমান জারি করেছে সরকার। মারাত্মক হারে বাড়ানো হয়েছে বিদ্যুৎ মাশুল। বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যে লোডশেডিং এখন নিত্যদিনের বিষয়। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের চাইতে ত্রিপুরার মিটার চার্জ অনেক বেশী। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগটি তুলেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি কটাক্ষ করে বলেন আচ্ছে দিনের অব্যস্থা ও লুটপাটকে আড়াল করতে মাশুল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে পুর নিগমের সম্পত্তিকর বৃদ্ধি নিয়েও সরব হন তিনি। জনগণের কথা বিবেচনা করে এই বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবী জানায় কংগ্রেস। অন্যথায় রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলে স্তব্ধ করে দেওয়ার হুশিয়ারী দেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য