স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : প্রথম থেকেই টেট শিক্ষকদের নিয়মিতকরণ করা, বি এল ও -র কাজে শিক্ষকদের নিয়োজিত না করা সহ বিভিন্ন দাবিতে সোমবার ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করা হয়। এইদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মার নিকট ডেপুটেশন প্রদান করে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল। ডেপুটেশান প্রদানের পর অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পাল জানান ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বরাবরই টেট শিক্ষকদের স্বার্থে কথা বলে। টেট টিচারদের চাকুরির প্রথম দিন থেকে নিয়মিতকরনের দাবি জানিয়ে আসছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সম্প্রতি আসাম সরকার স্থায়ী বেতনে যারা কর্মরত ছিল, তাদেরকে নিয়মিতকরন করেছে। তাই এইদিন ৫ টি দাবিকে সামনে রেখে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে। অজয় পাল এইদিন ওনাদের দাবি গুলি তুলে ধরেন।