স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : নেশা পাচারকারীদের কাছে রাজ্যে নেশা দ্রব্য আমদানি, রপ্তানির মূল ভরসা হয়ে উঠেছে রেল মাধ্যম। রাজ্যের রেল যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বহিঃরাজ্যের নেশা কারবারিরা ত্রিপুরাকে করিডোর করে তুলছে। সিংহভাগ নেশা কারবারি প্রতিদিন রেল দিয়ে রাজ্যে প্রবেশ করছে। এর উপযুক্ত প্রমাণ মিলল আবারো রবিবার।
এদিন সকালবেলা ছয়টা নাগাদ এডি নগর থানার পুলিশের কাছে খবর আসে নেশা পাচারকারীরা বাধারঘাট রেলস্টেশন থেকে অটো গাড়ি দিয়ে ফেন্সিডিল পাচার করার চেষ্টা করছে। পুলিশ সেই খবরের ভিত্তিতে বাধারঘাট চৌমুহনিতে উৎপেতে বসে। টি আর ০১ এফ ৩৮৯৩ নম্বরে একটি অটো বাধারঘাট চৌমুহনীতে আসতেই আটক করে গাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ৩৭৫ বোতল এসকাফ সিরাপ। গাড়িতে থাকা তিনজন সহ গাড়ি চালককে আটক করে পুলিশ।
অভিযুক্ত দুই বিহারী বাবু নেশা জাতীয় সিরাপ গুলি রাজ্যে পাচার করার চেষ্টা করেছিল। তারা বিহারের হাজিপুর থেকে দুজন রওনা হয়েছিল। তারা দুজনের নাম আলিম কুমার এবং রামপদ সাহু। তাদের সাথে জড়িত রাজ্যের বীরেন্দ্র রায় এবং অটো চালক রাজেশ সাহাকে আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য হবে প্রায় চার লক্ষ পাঁচ হাজার টাকা বলে জানান পুলিশ আধিকারিক। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানার চেষ্টা করছে এ নেশা সামগ্রীগুলি কোথায় পাচার করার চেষ্টা করেছিল চার অভিযুক্ত। তবে গোটা গ্যাং জালে তুলতে পারে কিনা সেটাই বড় বিষয়। সূত্রের খবর তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে।