স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : রাজধানীর বটতলা এলাকায় রবিবার এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস -এর যৌথ উদ্যোগে প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদান দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত সকলে পতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রীতিলতা ওয়াদ্দেদারকে।
এ আই ডি এস ও -র রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার জানান স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। রবিবার ওনার ৯২ তম শহিদান দিবস। এইদিনটিকে রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হচ্ছে। তিনি দাবি করেন স্বাধীনতার পর এত গুলি বছর কেটে গেলেও স্বাধীনতা আন্দোলনের শহিদদের চিন্তা চেতনা প্রতিফলিত হয়নি সমাজের মধ্যে।