স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার এক শোভাযাত্রার আয়োজন করা হয়। পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তর ও জগহরি মুড়া হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয় জগহরিমুড়া হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের সামনে থেকে।
অগ্রভাগে ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য, পশ্চিম জেলার প্রোগ্রাম কোর্ডিনেটর ডাক্তার দেবাজ্যোতি ঘোষ সহ অন্যান্যরা। আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মূলত সাধারন মানুষকে সচেতন করতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য জানান সকল অংসের মানুষ যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত হবে। তখন এই প্রকল্পের স্বার্থকতা আসবে।