স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : শনিবার রাধা অষ্টমী। রাজধানীর ইসকন মন্দিরে পালন করা হয় দিনটি। রাধা অষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্ম তিথি। বিশেষ করে ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম স্থান বারসানায় অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয়। স্কন্দ পুরাণের বিষ্ণু খন্ডে উল্লেখ রয়েছে ভগবান কৃষ্ণের ১৬,০০০ জন গোপী ও গোপিকা ছিল।
তাদের মধ্যে সর্বেশ্বরী রাধা দেবী ছিলেন শ্রদ্ধেয় ১০৯ জনের মধ্যে সর্বাধিক বৈশিষ্টপূর্ণ। পৌরাণিক ধর্মীয় গ্রন্থ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী রাধা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর মতো, শ্রী রাধা রানীর জন্মবার্ষিকীও দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়। শনিবার রাজধানীর ইসকন মন্দিরে রীতি মেনে পালন করা হয় রাধা অষ্টমী। এইদিন রাধা ও কৃষ্ণকে বিভিন্ন অর্ঘ্য দিয়ে স্নান করানো হয়। পরবর্তী সময় কেক কেটে রাধা অষ্টমী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ইস্কন মন্দিরে রাধা অষ্টমীতে সামিল হয়ে মন্ত্রী টিঙ্কু রায় সকলের সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।