স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : যুব ত্রিপুরা,নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা নামে নতুন প্রকল্প চালু করেছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। শুক্রবার নিগমের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার হাত ধরে এর সূচনা হয়। নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন তারা।
ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক জানান, সব যুবকদের সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। ইতি মধ্যে গত ৫ বছরে কিছু যুবক নতুন কারখানা খুলেছে ও উদ্যোগী হয়েছেন। তিনি বলেন নতুন স্কিমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে প্রতি জেলা থেকে ১০০ জন করে যুবক যুবতির নাম অন্তর্ভুক্ত করা হবে যারা শিল্প করতে চায় কিংবা বিভিন্ন স্কিম সম্পর্কে জানতে চায়। যুবক- যুবতিরা অনলাইনে আবেদন করতে পারবেন। চেয়ারম্যান নবাদুল বণিক জানান , তাদের বোধজংনগর শিল্প তালুক ঘোরানো হবে। হবে কর্মশালাও। সেখানে সমস্ত বিষয় আলোচনা হবে। বিভিন্ন ব্যাঙ্ক থেকে কিভাবে বেকাররা ঋণ নিতে পারবেন তা নিয়েও আলোচনা হবে। বেকারদের বাধাঘাট ও এ ডি নগর শিল্প এলাকা পরিদর্শন করানো হবে।