Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যরেল পরিষেবা নিয়ে আঙ্গুল তুলল সি আই টি ইউ

রেল পরিষেবা নিয়ে আঙ্গুল তুলল সি আই টি ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : রাজ্যের রেল পরিষেবা নিয়ে আবারো আঙ্গুল তুলে রাজ্যবাসী প্রতি রেল মন্ত্রকের বঞ্চনার অভিযোগ তুললেন সি আই টি ইউ। শুক্রবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, গত ২৭ জুন ত্রিপুরার রেল পরিষেবাকে উন্নত করার জন্য উত্তরপূর্ব রেলের সদর দপ্তর মালিগাঁও গিয়ে জেনারেল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেন বামেদের একটি প্রতিনিধি দল। এবং জেনারেল ম্যানেজার সে দাবি অনুযায়ী রাজ্যে দু-একটি বিষয়ে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছেন।

 কিন্তু বাকি বিষয়গুলি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন নি। তারপর এ বিষয় নিয়ে গত আগস্ট মাসে আগরতলা রেল স্টেশনের আধিকারিকদের সাথে কথা হয়। এবং তুলে ধরা হয় রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী আগরতলা – সাব্রুম পর্যন্ত ডেমু ট্রেন চালানো না হওয়ার বিষয়ে। কারণ এই রাস্তায় যাত্রীদের ভিড় হয় অস্বাভাবিক। কিন্তু দেখা গেছে এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও ডেমু ট্রেন চালানো হয়নি। গত ১৪ সেপ্টেম্বর রেল মন্ত্রকের ঘোষণা করা হয় রাজধানী এক্সপ্রেস আগামী ২৪ জানুয়ারি থেকে তিনটি অন্য রাস্তা দিয়ে ঘুরে যাথায়াত করবে।

এতে অধিক সময় লাগবে। বর্তমানে গোটা দেশে বন্দে ভারত ট্রেন দিয়ে যাতায়াত করার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যা রাজ্যবাসীর উপর চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছু নয়। বিশেষ করে রাজ্যবাসী মতামতের উপর কোন গুরুত্ব দেয় নি। এতে ক্ষতিগ্রস্ত হবে আসাম এবং ত্রিপুরাবাসী। রাজ্যবাসীকে তারা বঞ্চনা করেছে। এবং যেহেতু দিল্লির সাথে ত্রিপুরার রাজধানীর চেয়ে কোন দ্রুতগামী ট্রেন নেই, তাই ধারণা করা হয়েছিল আসাম সরকার এবং ত্রিপুরা সরকার বিষয়টা রাজ্যবাসীর সাথে কথা বলবেন। সরকার এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোন কিছু বলতে দেখা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় বলে দাবি করেন শংকর প্রসাদ দত্ত। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য