স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : টাকা সহ স্কুটি চুরির গল্প সাজিয়ে পুলিশকে হয়রানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্ত করছে আর কে পুর থানার পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। জানা গেছে, উদয়পুর বদর মোকাম এলাকায় ভাড়া থাকেন দম্পতি রাধা রানী দত্ত দে ও রাকেশ দে। এদিন রাতে আচমকা মহিলা উদয়পুর সেন্ট্রাল রোদ এলাকায় চিৎকার শুরু করেন স্কুটি চুরি হয়েছে বলে।
জড়ো হয়ে যায় প্রচুর লোকজন। ছুটে আসেন পুলিস। অভিযোগ দম্পতি পুলিশকে স্কুটি নম্বর পর্যন্ত প্রথম দিকে দিতে চায়নি। তখনই পুলিসের সন্দেহ হয়। দম্পতির অভিযোগ সেন্ট্রাল রোড এলাকা থেকে তাদের স্কুটি চুরি হয়েছে। এবং তাতে সাড়ে তিন লাখ টাকা ছিল। পুলিস মুহুরতেও শহরে তল্লাশি শুরু করে। অবশেষে উদয়পুর নিউ টাউন এলাকায় স্কুটিটি পায়। তাতে ৮৫ হাজার ৮০০ টাকা পাওয়া যায়। পুলিশ স্কুটির মালিক রাকেশ দেকে রাতে থানায় আটক করে রাখে। জানা গেছে শুক্রবার সকালে জামিনে মুক্তি দেয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। প্রশ্ন উঠছে আদৌ কি স্কুটি চুরি হয়েছে নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে। দাবি উঠেছে তা খতিয়ে দেখার।