স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : গোটা রাজ্যে কাজ ও খাদ্যের সংকট এবং পানীয় জলের চরম সমস্যা সৃষ্টি হয়ে আছে। তাই এই সমস্যাগুলো নিয়ে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে প্রতি ব্লক এ গণ ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি এক হাজার পরিবারের কাছে গিয়ে এক লক্ষ মানুষের কথা শোনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পাশাপাশি রেগা কাজে বরাদ্দ বাড়িয়ে ২০০ দিনের কাজ নিশ্চিত করা এবং মজুরি বৃদ্ধি করার দাবি সহ বিভিন্ন দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গণ অবস্থান সংগঠিত করা হবে। এই গণ অবস্থানটি হবে রাজধানীর অফিস লেন স্থিত শ্রম দপ্তরের অফিসের সামনে। শুক্রবার কৃষক ক্ষেতমজুর ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের নেতা শ্যামল দে এবং ভানু লাল সাহা। আরো বলেন ২০১৪ সালের পর দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার রেগার কাজ কমিয়ে ৩২ থেকে ৩৩ দিন নামিয়ে আনা হয়েছে। মানুষকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।