স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : আগামী ২৩ সেপ্টেম্বর থেকে দুদিন ব্যাপী স্বামী বিবেকানন্দ ময়দানে সম্প্রীতি উৎসব শুরু হবে। উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। খুমপুই কালচার্যানল একাডেমীর উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। থাকছে ৬১ জনের র্যাবম্প ওয়াক।
মিজোরাম থেকে থেকে থাকছে ডারলং কমিউনিটির চেরো নৃত্য, মেঘালয় থেকে আসছে গারো সম্প্রদায়ের ওয়াংগালা নৃত্য এবং বোলপুর থেকে থাকছে সাঁওতাল নৃত্য। এছাড়া থাকছে ধামাইল নৃত্য, লোক সঙ্গীত। এই অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরো সুদৃড় হবে বলে জানান খুমপুই কালচার্যাচল একাডেমীর মুখ্য পাঞ্চালী দেববর্মা। উৎসবকে কেন্দ্র করে মাঠে থাকবে বিভিন্ন খাবারের দোকান। মূলত যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কবল থেকে দূরে রেখে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতির দিকে ধাবিত করতেই সম্প্রীতি উৎসবের আয়োজন বলে জানান পাঞ্চালী দেববর্মা।