স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : কর্নেল চৌমুহনী যুব সংস্থা উদ্যোগে উদ্বোধন হল অ্যাম্বুলেন্স পরিষেবার। রবিবার নেতাজির জন্ম জয়ন্তীর দিন কর্নেল চৌমুহনী যুব সংস্থার প্রাঙ্গণে বিধায়ক সুরজিৎ দত্ত ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এর হাত ধরে উদ্বোধন হলেন নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার।
বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে এই এম্বুলেন্স ক্রয় করা হয়েছে। জনগণ যাতে সুস্থ পরিষেবা পেতে পারে তাঁর জন্য বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে এই এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে বলে জানান বিধায়ক সুরজিৎ দত্ত। আর এই পরিসেবা যাতে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হয় তার জন্য উদ্যোক্তাদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। মানুষকে চাহিদাকে মাথায় রেখে সারা বছর কাজ করে যাচ্ছেন বিধায়ক সুরজিৎ দত্ত। কেবল নিজ বিধানসভা কেন্দ্রই নয় সারা রাজ্যে এই ধরনের পরিষেবা তিনি পৌঁছে দিচ্ছেন। বিধায়কের এই উদ্যোগ যাতে সচল থাকে তার বিশেষ আহ্বান মেয়র দিপক মজুমদার।