Monday, February 17, 2025
বাড়িরাজ্যমৃত্যুর মিছিলে আরো ৪

মৃত্যুর মিছিলে আরো ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউ প্রথম এবং দ্বিতীয় ঢেউ থেকে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। রাজ্যে দুর্বার গতিতে এগোচ্ছে সংক্রমণ। যদিও সংক্রমণ গত দুদিনে স্বাস্থ্য দপ্তরে বুলিটিনে আংশিক নিম্নমুখী। তবে সংক্রমণ স্বাভাবিক থেকে অনেকটাই বেশি। পাল্লা দিয়ে রয়েছে মৃত্যু।

সংক্রমণ নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় রয়েছে বিশেষজ্ঞ মহল। কারণ রাজ্যে এতটা দ্রুত কেন সংক্রমণ বিস্তার ঘটছে এর কারণ নিয়ে কিন্তু কোন উল্লেখ নেই প্রশাসনের। প্রথম এবং দ্বিতীয় ঢেউ থেকে মারাত্মক ভাবে দুর্বিষহ হয়ে উঠেছে সংক্রমনের তৃতীয় ঢেউ। সরকারের নয়া নির্দেশিকা কতটা সংক্রমণের গতি রুখতে পারবে সেটাই বড় প্রশ্ন।

রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলিটিনে দেখা যায় নমুনা পরীক্ষা আরো অনেকটাই কম হয়েছে গত ২৪ ঘন্টায়। ৬৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। তবে মৃত্যুর মিছিল বন্ধ নেই। মৃত্যু হয়েছে ৪ জনের। পশ্চিম জেলায় সংক্রমিত ১৮৯ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত ২৯ জন, খোয়াই জেলা ১৬ জন, গোমতী জেলায় ৪০ জন, দক্ষিণ জেলায় ৮২ জন, ধলাই জেলায় ৬৫ জন, ঊনকোটি জেলায় ৭৭ জন এবং উত্তর জেলায় ৫৯ জন। বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ৭.৯৯ শতাংশ। তবে ২৪ ঘন্টায় সংক্রমনের সংখ্যা থেকে সুস্থতার হার বেশি। সুস্থ হয়েছে ৬০৬ জন। সুস্থতার হার ৯০.৭৯ শতাংশ। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৮,১৪৩ জন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য