নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট রবিবার ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “সমস্ত দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁকে প্রণাম জানাই।” “তাঁর অসামান্য অবদানের জন্য গোটা দেশ গর্বিত।”
এদিন সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বসবে নেতাজির মূর্তি।