স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিতে সাংবাদিক সম্মেলনে করে বিভিন্ন বিভাগের সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। এই বৃহস্পতিবার স্ত্রী ও প্রসুতি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন জিবির এম এস শঙ্কর চক্রবর্তী, স্ত্রী রোগ চিকিৎসক ডাঃ জয়ন্ত রায়, প্রফেসার ডাঃ জে এল বৈদ্য, এসোসিয়েট প্রফেসার আশিস রক্ষিত।
সাংবাদিক সম্মেলনে ডাঃ জয়ন্ত রায় বলেন, জিবিতে ভবিষ্যতে আই পি এফ করার পরিকল্পনা রয়েছে। সব ধরণের পরীক্ষা করা হয় এই বিভাগে। রেফার সহ পর্যাপ্ত রোগী আসা সত্ত্বেও রোগীদের যতটুকু সম্ভব পরিষেবা দেওয়া হয়। জিবি হাসপাতালে সিজারিয়ান সংখ্যা সামান্য বেশি। গর্ভবতী মহিলারা যারা চিকিৎসার জন্য আসেন তাদের সমস্ত চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হয় বলে জানান ডাঃ জয়ন্ত রায়। সাংবাদিক সম্মেলনে স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জে এল বৈদ্য বলেন, সরকারি হাসপাতাল গুলি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। পুরনো ভবনে এই বিভাগ থাকলেও নতুন ভাবে সাজানো হচ্ছে। নতুন রূপ দেওয়া হচ্ছে। তিনি জানান, গর্ভবতী মায়েদের জন্য শীঘ্রই আই সি ইউ খোলা হবে। যারা খুব অসুথ থাকেন তাদের জন্য এটি খোলা হবে। মা ও শিশুদের জন্য আলাদা করে নতুন পাকা ভবন তৈরি হবে। এদিকে জিবিতে ক্রমাগত বেড়ে চলা চুরির ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এম এস জানান, বর্তমান হাসপাতালে বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার মেয়াদ শেষের পথে। নতুন টেন্ডার প্রক্রিয়া চলছে।