স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : বিপুল পরিমাণে স্বর্ণালংকার নিয়ে আগরতলা থেকে গোহাটি যাওয়ার সময় আর পি এফ পুলিশের হাতে আটক দুইজন। জানা যায়, তিন মাস ব্যাপী চলছে পুলিশের স্পেশাল ড্রাইভ। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলা বাধারঘাট ষ্টেশনে অভিযান চালায় জি আর পি, আর পি এফ, টি এস আর, বি এস এফ সহ অন্যান্য ব্রাঞ্চের আধিকারিকেরা। ষ্টেশনে যাত্রীদের লাগ্যেজ পরীক্ষা করার সময় দুজন ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার।
আগরতলা থেকে ট্রেনে করে গৌহাটি যাচ্ছিল এই দুই যাত্রী । তাদের একজনের বাড়ি শিলচর এবং অপরজন গুজরাটের বাসিন্দা । অভিযান কারী দলের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় কাস্টমকে। স্বর্ণালঙ্কারের কাগজ পত্র তারা দেখালেও বিষয়টি খতিয়ে দেখতে কাস্টমকে অবগত করা হয়। পরে তাদের কাস্টমস এর হাতে তুলে দেওয়া হয়। দুই যাত্রীর কাছ থেকে সাড়ে সাত কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানায় জি আর পি-র আধিকারিক সঞ্জিত সেন। গত ১৭ সেপ্টেম্বর রাজ্যে আসে তারা। মূলত বিভিন্ন রাজ্যে গিয়ে এই স্বর্ণালঙ্কার বিক্রি করে তারা। সেই সুবাদে তাদের রাজ্যে আশা বলে জিজ্ঞাসাবাদে জানায় দুইজন যাত্রী। এই স্বর্ণালঙ্কারের বৈধতা যাচাই করে দেখবে কাস্টমস। তারাই পরবর্তী আইনী পদক্ষেপ নেবে বলে জানান পুলিশ আধিকারিক।