স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাধারণ ডিগ্রী কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফলাফল অতিসত্বর প্রকাশের দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য-র নিকট ডেপুটেশান প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
এইদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ে গিয়ে উপাচার্যর নিকট ডেপুটেশান প্রদান করে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধি দলের এক সদস্য জানান ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের অধিন সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হয় নি। ফলে আগামিদিনে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। তাই ষষ্ঠ সেমিস্টারের ফলাফল যেন দ্রুত প্রকাশ করা হয় তার দাবি জানিয়ে ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য-র নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে।