স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : রাজ্যে ঘন ঘন অস্ত্রের আস্ফালন লক্ষ্য করা গেল রাজ্য পুলিশের সফলতা নেই। অবশেষে আর পি এফ জওয়ানদের হাতে অস্ত্র পাচারকান্ডে ধৃত একজন। ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ রক্ষিত। তার বাড়ি রাজধানীর বাধারঘাটের শ্রীপল্লি এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি জিরানিয়া রেল স্টেশন থেকে আর.পি.এফ ও জি.আর.পি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করে। তারপর একটা মামলা হাতে নিয়ে আগরতলা জি.আর.পি স্টেশনের পুলিশ তদন্ত শুরু করে। জিরানিয়া রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালানোর পর আগরতলা জিআরপি স্টেশনের পুলিশ জানতে পারে এই আগেয়াস্ত্র আনিয়েছিল বাধারঘাট শ্রীপল্লি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ রক্ষিত।
আসামের ডিমাপুর থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছে। সেই মোতাবেক আগরতলা জিআরপি স্টেশনের পুলিশ বুধবার রাতে দফায় দফায় বিশ্বজিৎ রক্ষিতের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিশ্বজিৎ রক্ষিতকে গ্রেপ্তার করে। পুলিশ বিশ্বজিৎ রক্ষিতকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ অভিযুক্ত বিশ্বজিৎকে জিজ্ঞাসাবাদ চালালে বাকি অনেকে নাম বের হয়ে আসতে পারে বলে ধারণা। এবং এর পেছনে কোন বড়মাথা রয়েছে বলে মনে করছে অনেকে। এখন দেখার বিষয় পুলিশ কতটা সুষ্ঠু তদন্ত করতে পারে।