স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : মঙ্গলবার ৩৪- রাজনগর মন্ডলের উদ্যোগে সাংগঠনিক সভা ও যোগদান সভার আয়োজন করা হয়। বিকেকানন্দ ক্রাপ্ট এন্ড রুরাল সেন্টারে আয়োজিত এই দলীয় কর্মসূচীতে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত বিধায়িকা স্বপ্না মজুমদার, দক্ষিন জেলার সভাপতি শঙ্কর রায়, সম্পাদক দীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।
এদিনের যোগদান সভায় বিরোধী দলে ধ্বস নামায় বিজেপি। ২০৩ পরিবারের প্রায় ৭০০ জন বিরোধী ভোটার সামিল হয় বিজেপি দলে। দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাংগঠনিক এবং যোগদান সভায় উপস্থিত কার্যকর্তাদের উদ্দেশ্যে সম্বোধন করেন তিনি। শোধরানোর সুযোগ দেওয়া হবে। কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে গেলে দল থেকে ঝেড়ে ফেলে দিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করা হবে না। নেশার কারবারের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আপোষহীন ভাবে ব্যবস্থা নেওয়া হবে। সে সেই যে দলেরই হোক না কেন। শুধু মাত্র সরকার ও পুলিশ দিয়ে সমস্ত কাজ সম্ভব নয়। এই ক্ষেত্রে বিজেপি-র কার্যকর্তাদের দায়িত্ব নিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সভাপতি, সম্পাদক ও পৃষ্ঠা প্রমুখ হয়ে বসে থাকলে চলবে না। কাজ করে যেতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।