Friday, December 27, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর-৫ অভিযান কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর-৫ অভিযান কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : মঙ্গলবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর-৫ অভিযানের রাজ্য ভিত্তিক কর্মসূচির উদ্বোধন হয়। বিলোনীয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে এর সূচনা করেন মূখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু,শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা,দক্ষিণ জেলার পুলিশ সুপার ডাঃ কুলবন্ত সিং,জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, দক্ষিণ জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যরা। এই অভিযান চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  শরীর ঠিক না থাকলে কাজ কি করে হবে। আগে শরীর ঠিক থাকতে হবে। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে ৯ টি সুপার স্পেশালিটির ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের জেনারেল একটি ক্যাডারের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে ১০০ টির মতো সাব সেন্টার খোলার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।  প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় মাধ্যমে ত্রিপুরায় ১৩ লাখ আয়ুষ্মান কার্ড বিলি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ৩ অক্টোবর‌ পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে অংশ নেন স্বাস্হ্য ও শিক্ষা দপ্তরের কর্মী, আশা,ও অঙ্গনওয়াড়ি কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য