Saturday, September 30, 2023
বাড়িরাজ্যবর্তমানে ট্রান্সপারেন্ট যে নিয়োগ নীতি চলছে, সরকার যে কাজ করছে : বিজেপি

বর্তমানে ট্রান্সপারেন্ট যে নিয়োগ নীতি চলছে, সরকার যে কাজ করছে : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : জেআরবিটি -র স্বচ্ছ নিয়োগ নিয়ে প্রসংশা করল প্রদেশ বিজেপি। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে  এই বিষয়ে তুলে ধরেন প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, সম্প্রতি রাজ্য সরকার জে আর বি টি গ্রুপ- সির মেধা তালিকা প্রকাশ করা হয়। এনিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

সিপিএম নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে মেধা তালিকা প্রকাশের বিভিন্ন বিষয় নিয়ে। তিনি মন্তব্য করেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য ন্যাক্কারজনক প্রয়াস নিয়েছেন সিপিএম নেতৃত্ব। তিনি অভিযোগ করেন সিপিএম এর দুরভিসন্ধি ফলশ্রুতিতে ১০,৩২৩ পরিবার বিপন্ন হয়েছে। ১০,৩২৩ এর সঙ্গে পূর্বতন বাম সরকার প্রতারণা-জালিয়াতি করেছে। বর্তমানে ট্রান্সপারেন্ট যে নিয়োগ নীতি চলছে, সরকার যে কাজ করছে, এই সরকারের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে তাতে করে সিপিএম নেতাদের আগামী দিনের রাজনীতি টা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিভ্রান্তি ছড়িয়েছে রাজনীতি যে করা যাবে না এর বার্তা যে উপ- নির্বাচনেও পেয়েছেন সেটা সিপিএম নেতারা বেমালুম ভুল্কে গেছেন। মন্তব্য সুব্রত চক্রবর্তীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে উনার কুশ পুত্তলিকা যুব কংগ্রেস রাজধানীতে দাহ করার ঘটনার নিন্দা ও ধিক্কার জানায় বিজেপি। দলের মুখপাত্র সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন, যুব কংগ্রেস নিচ- ন্যাক্কারজনক মানসিকতার পরিচয় দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য