স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া থানাধীন জারইলং বাড়ি এলাকায় দৈহিক আক্রমণের শিকার হলেন এক কর্মচারী সহ দুধ বিক্রেতা।ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো মঙ্গলবার যথারীতি যতন দাস জারুইলংবাড়ি এলাকায় দুধ সংগ্রহ করতে যান। এমন সময় জারুইলং বাড়ি এলাকার জনৈক মনীন্দ্র দেববর্মা, সমীর দেববর্মা এবং রাজেশ দেববর্মা সংঘবদ্ধভাবে যতনের উপর লাঠি, ইট পাটকেল সহ আক্রমণ করে বলে অভিযোগ।
একটা সময় সঙ্গবদ্ধ আক্রমণের জেরে যতন রাস্তায় লুটিয়ে পড়ে। তারপর তার উপর এই আক্রমণের খবর পেয়ে যতনের মালিক সঞ্জিত ঘোষ ঘটনাস্থলে ছুটে গেলে উনার উপরেও লাঠি এবং রড সহ আক্রমণ করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা জড়ো হলে আক্রমণকারীরা গা ঢাকা দেয়। গোটা ঘটনার পরপরই সঞ্জিত ঘোষ এবং যতন দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হয়। পরে তেলিয়ামুড়া থানায় মনীন্দ্র দেববর্মা, সমীর দেববর্মা এবং রাজেশ দেববর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সূত্রে খবর মনীন্দ্র দেববর্মার বাড়িতে যতন দাস দীর্ঘদিন ধরেই গরুর দুধ সংগ্রহ করেন, সোমবার দুধ সংগ্রহ করতে গেলে মনিন্দ্র দেববর্মার নিজের গরুর বাছুরই উনার ফসল নষ্ট করে দেয় বলে অভিযোগ। কিন্তু কেন এভাবে মনীন্দ্র দেববর্মার বাছুর অন্যের ক্ষেতের ফসল নষ্ট করেছে সে বিষয়টা ঘিরে এই ঘটনা।