Saturday, September 30, 2023
বাড়িরাজ্যত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের নয়া কার্যালয়ের উদ্বোধন

ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের নয়া কার্যালয়ের উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : মঙ্গলবার ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের নয়া কার্যালয়ের উদ্বোধন হয়। এদিন মহারাজগঞ্জ বাজার স্থিত এমবিবি ক্লাব সংলগ্ন স্থানে অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার।  

অ্যাসোসিয়েশনের কাজকর্ম পরিচালনার জন্য একটি কার্যালয় অত্যন্ত প্রয়োজন। শুভ দিনে এই কার্যালয়ের সূচনা হয়েছে। রাজ্যের বাজার নিয়ন্ত্রণে ডিস্ট্রিবিউটার্সদের বড় ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে সরকার চায় গুনমান বজায় রেখে এবং নির্ধারিত মূল্য সঠিক ভাবে রাখার মাধ্যমে  ব্যবসা করুক ব্যবসায়ীরা। এই ক্ষেত্রে ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন সরকারের পাশে থেকে সঠিক ভাবে পরিষেবা প্রদান করবেন বলে আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য