স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : নার্সকে থাপ্পড় মারায় বিনা চিকিৎসায় মৃত্যু হলো ডেঙ্গু আক্রান্ত রোগীর। মঙ্গলবার জিবি হাসপাতালে এই অভিযোগটি তুলেছে এক রোগীর পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, সিধাই মোহনপুর এলাকার রোহিত দাস নামে ১৭ বছরের এক নাবালক ডেঙ্গু আক্রান্ত হয়। সিধাই মোহনপুর হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসার পর রোহিত শারীরিক অসুস্থতা ছটফট করছিল।
তখন নার্সের গালিগালাজে অতিষ্ঠ হয়ে রোহিত নার্সকে থাপ্পড় দেয়। তারপর রোগী অর্থাৎ রোহিতের স্যালাইন খুলে বিনা চিকিৎসায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ফেলে রাখা হয়। পরবর্তী সময়ে রোহিতের পরিবারের অনুরোধের পর নার্সরা রহিতের ভাইকে কক্ষে ডেকে নিয়ে যায়। তারপর চিকিৎসা করার আগে স্বাক্ষর দেওয়ার জন্য বলে রোহিতের পরিবারকে।
এতে রাজি না হওয়ায় শুরু হয় রোহিতের ভাইয়ের সাথে নার্সের বাকযুদ্ধ। পরবর্তী সময় রোহিতের ভাই স্বাক্ষর করতে বাধ্য হয়। তারপর আই সি ইউ -র একটি কক্ষে নিয়ে যায়। তারপর দুই চিকিৎসক মিলে রোহিতের হাতে এবং পায়ে কোন শিরার সন্ধান পাচ্ছে না বলে জানিয়ে ঘাড়ে দিয়ে স্যালাইন দেওয়ার চেষ্টা করে। সিরিঞ্জ দিয়ে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত সংগ্রহ করে। তারপর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কুলে ঢলে পরে রোহিত বলে অভিযোগ পরিবারের অন্যান্য সদস্যদের। রোগীর পরিবারের আরো অভিযোগ, নার্সকে থাপ্পর মারার পর হুমকি দিয়েছিল পরবর্তী সময়ে বুঝানো হবে। যার পরিনাম রহিতে মৃত্যু বলে মনে করছে পরিবারের লোকজন। হাসপাতালে সরাসরি অভিযোগ তুলেছে নার্সের জন্যই মৃত্যু হয়েছে রহিতের। রোহিতের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজনেরা। দুঃস্বপ্নেও ভাবতে পারে নি এভাবে রোহিতের মৃত্যু হবে। রোগীর পরিবারের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে দাবি করা হয় যাতে বিষয়টি অবশ্যই তদন্ত করা হয়। এবং অভিযুক্ত দুই চিকিৎসক ও নার্সের কঠোর শাস্তি হয়।