স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পূজার দিন রাতের বেলা দুঃসাহসিক ছুটির ঘটনা সংঘটিত হয় অমরপুর বীরগঞ্জ থানাধীন মাতা মঙ্গলচন্ডী মন্দিরে। এদিন গভীর রাতে দুঃসাহসিক চুরি ঘটনা সংঘটিত হয়।
এই নিয়ে মাতা মঙ্গলচন্ডী মন্দিরে একাধিকবার চুরির ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা অমরপুর মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলী রায়। পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চোরের দল প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ, সিসি টিভির মনিটর সহ সিসিটিভির সেটআপ বক্স চুরি করে নিয়ে যায়। পুলিশ একটি চুরির অভিযোগ হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। তবে মাতা মঙ্গল চন্ডী দেবীর বাড়িতে এভাবে দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।