Saturday, July 27, 2024
বাড়িরাজ্যঅল্পেতে রক্ষা পেয়ে গেল ত্রিপুরা - বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেস

অল্পেতে রক্ষা পেয়ে গেল ত্রিপুরা – বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : দ্বিতীয় বালেশ্বর হতে পারত তামিলনাড়ু। অল্পেতে রক্ষা পেয়ে গেল ত্রিপুরা – বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেস। একই ট্রেকে মুখোমুখি হওয়ার আগে থেমে গেল হামসফর এক্সপ্রেস ও স্থানীয় রেল। ঘটনা সোমবার বিকেল তিনটা নাগাদ। জানা যায়, ত্রিপুরা – বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেস সোমবার বিকেল তিনটা নাগাদ তামিলনাড়ু রাজ্যের প্যারামবুর যাওয়ার পথে প্রায় দশ কিলোমিটার আগে এক রুমোহর্ষক ঘটনার সাক্ষী হয়। ঘটনাটা হতে পারতো দ্বিতীয় বালেশ্বর।

 একই ট্রেকে হামসফর এক্সপ্রেস ও স্থানীয় রেল। সফর রথযাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।  মুখোমুখি হওয়ার আগেই থেমে গেল দুটি ট্রেন। প্রাণ বেঁচে যায় প্রায় কয়েক হাজার যাত্রী। দুটি ট্রেনের চালকই প্রশংসারযোগ্য। ট্রেনের গতি নিয়ন্ত্রণে রাখার কারণেই ভয়াবহ দুর্ঘটনার রূপ নেয়নি এদিন। হামসাফার এক্সপ্রেস এ সফর করতে দেখা যায় এডিসির প্রাক্তন মুখ্য কার্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মাকে। তারা যাচ্ছিল নামাকালে একটি সম্মেলনে যোগ দিতে। তাদের নামার কথা ছিল প্যারামবুরে। বালেশ্বর এর ঘটনার পর ভারতীয় রেল মন্ত্রকের আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন ছিল বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। সোমবার এই ঘটনা দ্বিতীয় বালেশ্বরের রূপ নিলে আবারো কান্নার রোল ছড়িয়ে পড়তো সর্বত্র। চালকদের সতর্কতা এবং সচেতনতার কারণে ঘটেনি বড়সড়ো দুর্ঘটনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য