স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর : বিশ্বকর্মা কুশল সম্মান যোজনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মকার, স্বর্ণালঙ্কার, হস্ততাত শিল্পী সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। ও বি সি এবং এস সি সম্প্রদায়ের মানুষ এই ১৮ টি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।
তারাও এই প্রকল্পের সুবিধা সরাসরি পাবেন। রবিবার এডি নগর স্থিত ৩৯ নং ওয়ার্ডের কনফারেন্স হলে ভার্চুয়াল সভায় অংশ নেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার , কর্পোরেটার অলক রায় সহ অন্যান্যরা। জন্ম দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যের বিকাশের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। তাঁর নয় বছরের শাসন কালে সমাজের প্রত্যেকটি অংশের মানুষ জন্য তাঁর কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে। ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।