Saturday, July 27, 2024
বাড়িরাজ্যদেবশিল্পী আরাধনায় ব্রতী হতে বাজারে ভক্তদের কেনাকাটার ধুম

দেবশিল্পী আরাধনায় ব্রতী হতে বাজারে ভক্তদের কেনাকাটার ধুম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর : রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির পুজোর মরসুম শুরু। শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। দেবীপক্ষের আগে শেষ পুজো হিসেবে বিশ্বকর্মা পুজো পালিত হয়। তারপর গণেশ চতুর্থী, এরপর মহালয়ার পর শুরু হয় শারদীয় দুর্গাপুজোর শুভারম্ভ। তিথি অনুযায়ী সোমবার বিশ্বকর্মা পূজা।

বিশ্বকর্মা পুজাকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে মূর্তি নিয়ে হাজির হয়ে গেছেন মৃৎ শিল্পীরা। মেলাঘর সহ বিভিন্ন স্থান থেকে মৃৎ শিল্পীরা বিশ্বকর্মার মূর্তি নিয়ে রাজধানীর বাজার গুলিতে উপস্থিত হয়েছেন। মূর্তির চাহিদা বিগত বছরের তুলনায় কিছুটা বেশি। মৃৎ শিল্পীদের পাশাপাশি ফল বিক্রেতারাও রকমারি ফল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বসে রয়েছেন। তবে ব্যবসা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। মৃৎ শিল্পীরা জানান এইদিন সকালের দিকে মূর্তির চাহিদা কিছুটা কম। বিভিন্ন দামের মূর্তি রয়েছে। অপরদিকে ফল বিক্রেতারা জানান বাজারে তেমন একটা ফলের চাহিদা নেই। তবে ফলের দাম তুলনামূলক ভাবে কিছুটা বেশি। বিশ্বকর্মা পুজোর দিন সাধারণত বিভিন্ন কল- কারখানা, গাড়ি, যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন অফিসে বিশ্বকর্মা পুজো পালন করা হয়। তবে এদিন আকাশে রঙবেরঙের ঘুড়ি ওড়ানোরও পার্বণ পালন করা হয়। চারিপাশ থেকে ভোকাট্টা, ভোকাট্টা আওয়াজে চারিদিক প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য