Sunday, September 8, 2024
বাড়িরাজ্যজে.আর.বি.টি কর্তৃপক্ষের কাছে স্পষ্টিকরণ চায় সিপিআইএম

জে.আর.বি.টি কর্তৃপক্ষের কাছে স্পষ্টিকরণ চায় সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : জে.আর.বি.টি -র মেধা তালিকা প্রকাশ নিয়ে অনিয়মের অভিযোগ তুললো সিপিআইএম। রাজ্য সরকার এবং জে.আর.বি.টি কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে স্পষ্টিকরণ চায় সিপিআইএম। শনিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অভিযোগ তোলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। তিনি বলেন, জে.আর.বি.টি -র মেধা তালিকা প্রকাশ হওয়ার পর লক্ষ্য করে গেছে তালিকায় উত্তীর্ণ যুবক-যুবতীদের নামের সাথে বাড়ির ঠিকানার উল্লেখ নেই। রাজ্যের বাইরে কতজন রয়েছে সে বিষয়টা পরিষ্কার নয়।

 এতে বড় সংশয় সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন ৪৩০ জন শূন্যপদ রেখে ১৯৮০ জনের নাম ঘোষণা করা হয়েছে। এবং এ বিষয়ে দপ্তর বলছে নাকি যোগ্যতা সম্পন্ন কাউকে পায়নি। এ বিষয়টাও যথেষ্ট গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজ্যের বেকারদের মধ্যে। তিনি আরো বলেন এই বর্তমান সরকার ২০১৮ সালের প্রতিষ্ঠিত হওয়ার সময় ৫০ হাজার চাকরি প্রথম বছরেই দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু লক্ষ্য করা গেছে জে আর বি টি -র ফলাফল প্রকাশ করতে সরকারের তিন বছরের অধিক সময় লেগে গেছে। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ তুলে বলেন অসংখ্য শূন্যপদ থাকার পরে সরকার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না। কিন্তু রাজ্যে বেকার যুবক-যুবতীদের মধ্যে যোগ্যতার কোন ঘাটতি নেই। সরকার চাইলেই সেই শূন্যপদ পূরণ করতে পারে। কিন্তু শূন্যপদ পূরণ করছে না বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য