Saturday, September 30, 2023
বাড়িরাজ্যযুব স্বেচ্ছা সেবকদের শোভাযাত্রা

যুব স্বেচ্ছা সেবকদের শোভাযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ সেপ্টেম্বর :  দেশের যুবকরা নিয়েছে শপথ, নিজের শহরকে স্বচ্ছ রাখতে হবে। রবিবার এই ভাবনাকে সামনে রেখে  আগরতলা পুর নিগমের উদ্যোগে আই এস এল 2.0-এর অংশ হিসাবে যুব স্বেচ্ছা সেবকদের স্বচ্ছতা সচেতনতা শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমস্ত কর্পোরেটার সহ অন্যান্যরা।

 এদিন শোভাযাত্রা উমাকান্ত স্কুল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে গিয়ে শেষ হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২ রা অক্টোবর পর্যন্ত আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হবে। সারা দেশে আবর্জনা মুক্ত ভারত গড়ার শপথ নেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এই আয়োজন করে পুর নিগম। মহাত্মাগান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দ্বিতীয় পর্যায়ে এই উদ্যোগকে জারি রাখতে এই কর্মসূচি বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য