Sunday, February 9, 2025
বাড়িরাজ্যনেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস

নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : করোনা পরিস্থিতিতে রবিবার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে সকালে উদযাপন করা হয় নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস। এদিন মূল অনুষ্ঠানটি হয় নেতাজী স্কুলের হল ঘরে। এদিন সকালে নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী রতন লাল নাথ, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, কাউন্সিলার রত্না দত্ত সহ অন্যান্য অতিথিরা।

প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী রতন লাল নাথ। বেলুন উড়িয়ে জন্ম দিবসের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ সিলেবাসের মধ্যে সিমাবদ্ধ থাকলে চলবে না। সর্বাঙ্গীণ সুন্দর জীবনের অধিকারি হতে হবে। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় মুগ্ধ হন মন্ত্রী। তিনি বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখা হচ্ছে তাতে পৌছানো সম্ভব হবে। বাপুজী, স্বামীজি ও নেতাজীর এই তিন মহিষী দেশের মানুষের অনুপ্রেরনা। হৃদয়ে স্থান করে নিয়েছে। স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তী নেতাজী সুভাষ চন্দ্র বসু।

১১ বার ব্রিটিশরা তাঁকে কারারুদ্ধ করেছিল। বিবেকানন্দের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। তাঁর এই উত্থানে ঈর্ষান্বিত হয়ে তৎকালীন সময়ে কিছু ভারতীয় নেতা ও ইংরেজ মিলে তাঁকে পৃথীবি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজীর দেশ প্রেমকে দেশের মানুষের মধ্যে পৌঁছে দিতে বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছে। তাই নেতাজী সম্পর্কিত সমস্ত গোপন নথী প্রকাশ্যে এনেছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। দিল্লিতে তৈরি হয়েছে ডিজিটাল মিউজিয়াম। ২০২১ সালে নেতাজীর জন্ম দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালনের ঘোষণা দেওয়া হয়। এই বছর থেকে ২৩ জানুয়ারী থেকেই প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজিকে যতটা গুরুত্ব দিচ্ছে। অতিতের সরকার বা কেন্দ্রীয় সরকার ততটা গুরুত্ব দেয়নি বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। স্বাধীনতা অর্জন করে নিতে হয়। আর সেই পথেই চলতেন নেতাজী সুভাষ চন্দ্র বসু বলে জানান মন্ত্রী রতন লাল। এদিন বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রীদের মাধ্যমে পরিবেশিত হত সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কোভিড পরিস্থিতির জন্য এই বছরও কোন বর্ণাঢ্য শোভা যাত্রা নেতাজী স্কুল থেকে বের করা হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য