স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস উদযাপন করা হয় প্রদেশ কংগ্রেস। এদিন পতাকা তুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও যথাযথ মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছে প্রদেশ কংগ্রেস। করোনা প্রকোপে ছোট পরিসরে দিনটি সাধারণভাবে পালন করা হচ্ছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের দেশ থেকে বিতাড়িত করতে লড়াই করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বে দেশবাসী প্রেরণা পেয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশবাসী ভুলতে পারবেনা বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।