স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : নিজ দোকানে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক। মৃত যুবকের নাম পঙ্কজ বনিক, বয়স আনুমানিক ৩৫ বছর। তার বাড়ি প্রতাপগড় জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় পঙ্কজ বনিকের কাপড়ের দোকান রয়েছে মহারাজগঞ্জ বাজারের লালমাইট্টা এলাকায়। পারিবারিক অশান্তির জেরে সে নিজ দোকানে ফাসিতে আত্মহত্যা করে।
বারি থেকে দোকানে যাওয়ার নাম করে বেরিয়ে আসার দীর্ঘ সময় পরও পঙ্কজ বাড়িতে ফিরে না জাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পঙ্কজের বোনের জামাই জানায় অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে দোকানের ডুপ্লিকেট চাবি নিয়ে এসে দোকান খোলার পর দেখা যায় দোকানের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলছে পঙ্কজ। পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় পুলিশ মৃতদেহের পাস থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পঙ্কজের সাথে তার স্ত্রীর দীর্ঘ দিন ধরে আর্থিক বিষয় নিয়ে ঝামেলা চলছিল বলে জানা যায়। যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।