স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : সোমবার সকালে জম্পুই জলা এলাকায় নিজ বাড়িতে বিষপান করে গুরুতর অসুস্থ হন সুষমা দেববর্মা নামে এক স্কুল ছাত্রী। বিষপান করার পর ওই ছাত্রী কাউকে বিষয়টি জানায় নি। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে।
সঙ্গে সঙ্গে স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে স্কুল ছাত্রীর কাছ থেকে বহু চেষ্টা করেও কোন কিছু জানতে পারে নি। অবশেষে স্কুল ছাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকজন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন ইমার্জেন্সি বিভাগের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্কুল ছাত্রী। মৃত স্কুল ছাত্রীর কাকা জানান, কি কারনে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেই বিষয়ে তারা কিছুই জানেন না। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েছে মৃত স্কুল ছাত্রীর মা-বাবা।