স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : তিপ্রা মথার প্রতি মোহভঙ্গ। তিপ্রা মথা দল থেকে বেরিয়ে গেল তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিপ্রাল্যান্ড স্টেট পার্টির নেতৃত্বরা জানান ওনারা তিপ্রা মথা দল থেকে বেরিয়ে গেছেন। সাংবাদিক সম্মেলনে তিপ্রাল্যান্ড স্টেট পার্টির কোর্ডিনেশন কমিটির আহ্বায়ক শ্রীদাম দেববর্মা জানান আগামিদিনে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি জনজাতিদের ভবিষ্যৎ, ও দলের দাবিকে সামনে রেখে আন্দোলন করবে। বিগত বেশকিছু দিন ধরে তিপ্রা মথা দলের কোন আন্দোলন কর্মসূচি নেই।
জনজাতিরা ইতিমধ্যে বুঝে গেছে তিপ্রা মথা দিয়ে তাদের কি হবে। প্রথম থেকে যে দাবিকে সামনে রেখে তিপ্রা মথা আন্দোলন করে আসছে, সেই আন্দোলন আচমকা স্তব্ধ হয়ে গেছে। কটাক্ষ করে আরো বলেন তিপ্রা মথার বিধায়করা মানুষকে বোকা বানাতে চাইছে। প্রায়ই তারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করছেন। আরো জানান যারা তিপ্রাল্যান্ড স্টেট পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদের নির্দেশ দেওয়া হবে যাতে দলের কথা মেনে চলে।
না হলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান। আরো জানান যেহেতু তিপ্রা মথার কোন চেয়ারম্যান নেই বলে প্রদ্যোত কিশোর দেববর্মণ নিজেই ঘোষণা দিয়েছেন তাই প্রশ্ন দলের সভাপতি কিভাবে থাকে? কোন কমিটি না থাকার কথা মথার। অর্থাৎ মাথার কোনো এক্সিকিউটিভ বডি নেই। যার কারণে একজন সাধারণ বিধায়ক দিয়ে তিপ্রা মথার নেতা আবু খায়ের -কে বহিষ্কার করতে হয়েছে। আরো বলেন, টি এস পি-র পক্ষ থেকে বহুবার এক্সিকিউটিভ বডি তৈরি করার জন্য দাবি করা হয়েছিল। কিন্তু এক্সিকিউটিভ বডি করতে পারেনি মথা। পাশাপাশি মথার উদ্দেশ্যে সতর্ক করে বলেন, টি এস এফ জনজাতি অংশের মানুষকে আগামী দিন আর ঠকতে দেবে না।