স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : প্রধান রেফারেল হাসপাতাল কোনভাবেই যে নিরাপদ নয়, সেটা আবারও আঙ্গুল তুলে দেখিয়ে দিল। চুরি, ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ উঠার পর এবার প্রতারণার অভিযোগ জিবি হাসপাতাল চত্বর থেকে উঠে এসেছে। হাসপাতাল চত্বরে ভুয়া পার্কিং জোন খুলে মানুষের কাছ থেকে ৫০ টাকা, ৬০ টাকা করে অর্থ কামানোর সময় হাতেনাতে ধরা হয় এক যুবককে। তার নাম রাকেশ দাস।
স্থানীয় অটো চালকরা এই যুবককে পার্কিং ফি নিতে দেখে হাতেনাতে আটক করে কাগজ, কলম উদ্ধার করে। তাকে পার্কিং জোন করে অর্থ আদায় করার অনুমতি কে দিয়েছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে সে কোন কিছুই জানাতে পারেনি। তারপর উত্তম মধ্যম দিয়ে খবর দেয় জিবি পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। অটো চালকরা জানায় এখন পর্যন্ত তাকে তিন দিন পার্কিং জোনের নাম করে টাকা আদায় করতে লক্ষ্য করেছে। বাইক ও স্কুটি চালকদের কাছ থেকে সে এভাবে টাকা আদায় করছে। হাসপাতালে দূর-দূরান্ত থেকে বহুরোগী চিকিৎসা পরিষেবার জন্য প্রতিদিন আসে। তাদের সাথে সে এ ধরনের ঘটনা সংগঠিত করে চলেছে বলে অভিযোগ অটো চালকদের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।