স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : আবারো কেপে উঠলো ত্রিপুরা। শনিবার বিকালে ভূমিকম্পে কাঁপল। বিকেল ৩ টা ৪৮ মিনিটে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪।
কম্পনের উৎসস্থল ছিল ধর্মনগর থেকে ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৪৩ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা স্পষ্ট হয়নি। গত ১৪ আগস্ট কম্পন অনুভূত হয়েছিল ত্রিপুরায়। রিখটার স্কেলে সেই সময় কম্পনের মাত্রা ছিল ৩.৮।
কম্পনের উৎসস্থল ছিল খোয়াই। শুধু ত্রিপুরাই নয়, এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। সে দেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টে ১৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটে কম্পন অনুভূত হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো ত্রিপুরা আবহাওয়ার দফতরের কাছে এ বিষয়ে কোনো তথ্য ছিল না সন্ধ্যা পর্যন্ত। দপ্তরে ফোন নম্বরে ফোন করে জানতে চাওয়া হলে তারা জানান কোন ধরনের খবর নেই তাদের কাছে।